
নিউজ ডেস্ক : যশোরে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সড়ক দূর্ঘটনায় জয় বিশ্বাস (১৬) নামে এক ছাত্র নিহত হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয় বাঘারপাড়ার বাকড়ি গ্রামের সুধাংশু বিশ্বাসের ছেলে এবং চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
নিহতের পিতা সুধাংশু বিশ্বাস জানান, সকালে বাড়ির পাশে বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তায় মোটরসাইকেল চালানো শিখছিল জয়। এসময় একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয় সে।
এ অবস্থায় স্থানীয়রা জয়কে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত বাবুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।