News71.com
 Bangladesh
 13 Mar 17, 07:11 PM
 167           
 0
 13 Mar 17, 07:11 PM

বরিশালের বাকেরগঞ্জে ৩ শতাধিক যাত্রী নিয়ে চরে আটকে পড়েছে লঞ্চ ‘এমভি বাগেরহাট-২’

বরিশালের বাকেরগঞ্জে ৩ শতাধিক যাত্রী নিয়ে চরে আটকে পড়েছে লঞ্চ ‘এমভি বাগেরহাট-২’

নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আবালকাঠি এলাকায় তিন শতাধিক যাত্রী নিয়ে এমভি বাগেরহাট-২ নামে একটি লঞ্চ চরে আটকে পড়েছে। সোমবার (১৩ মার্চ) ভোর ৪ টার দিকে অন্য একটি লঞ্চের ধাক্কায় এই লঞ্চটি নদীর পাড়ে উঠে আটকে গেছে। দুপুরে জোয়ার না আসা পর্যন্ত লঞ্চ নদীতে নামানো যাবে না বলে জানিয়েছেন লঞ্চের মাস্টার মো. সাগর মিয়া।

আটকে পড়া লঞ্চের যাত্রীরা জানান, রাতে প্রায় এক হাজার যাত্রী নিয়ে বাগেরহাট-২ লঞ্চটি ঢাকা থেকে গলাচিপার উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে পথে বাকেরগঞ্জের আবালকাঠি ঘাটে ভেড়ার সময় পেছন থেকে এমআর খান নামে আরেকটি লঞ্চ ওই লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে তাদের লঞ্চটি নদীর পাড়ে ওঠে আটকা পড়ে।

লঞ্চ স্টাফরা জানান, তীরে ভেড়ানো অবস্থায় ধাক্কা লাগায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। হাজার খানেক যাত্রীর মধ্যে এখন (সকাল সোয়া ১১ টা) তিন শতাধিক যাত্রী এখানে আটকা পড়েছে। বাকিরা অন্য লঞ্চ ও বিভিন্ন বিকল্প পথে গন্তব্যে চলে গেছে।

এ নিয়ে বরিশাল নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, ঘটনাস্থল তার এলাকায় নয়, তাই লঞ্চ আটকে পড়ার বিষয়টি তার জানান নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন