
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদেশী পিস্তলসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকির পাড়া এলাকার আমির হামজার বাড়িতে পুলিশের ১ টি দল অভিযান চালায়। এসময় পুলিশ একটি ঘর থেকে পিস্তলসহ ফখরুল হাসানকে (৩২) এবং মো: ইলিয়াস (৩৮) নামে একজনকে গুলি ভর্তি ম্যাগজিনসহ আটক করে।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।