
নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধের সময় সেনানিবাসে থাকাকালে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পাকিস্তানি সেনা কর্মকর্তা জানজুয়ার মৃত্যুতে খালেদা জিয়ার শোকবাণী পাঠানোরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তখন বাংলাদেশের খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, ‘দিলে তো ছিল পেয়ারে পাকিস্তান। একজন আর্মি অফিসার মারা গেছেন, বাংলাদেশের প্রাইম মিনিস্টার কনডোলেন্স পাঠালেন। কত পেয়ার দিল মে থা, একটু সোচ দিজিয়ে ভাই, একটু চিন্তা করেন।’ গত শনিবার রাজধানীতে যুব মহিলা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বর্তমান সরকারের আমলে বেশ কিছু নির্বাচন নিয়ে বিএনপি প্রশ্ন তোলায় তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিএনপি ক্ষমতায় থাকাকালে বেশ কিছু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘এ দেশে কবে কখন বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে? …তাদের ইতিহাসে তা নাই। তাদের ইতিহাসে আছে ভোট কারচুপি, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, ব্যালট বাক্স ভরে ফেলা অথবা সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে ভোটের রেজাল্ট পাল্টে ফেলা।’