
নিউজ ডেস্কঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় ৩৫ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রবিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঘুঘুর বাজার দর্জি দোকানদার মো. জিয়ারুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১ হাজার টাকার ৩৫টি জাল নোট জব্দ করা হয়। কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার বলেন, এ ব্যাপারে কাহারোল থানায় মামলা হয়েছে।