News71.com
 Bangladesh
 13 Mar 17, 06:02 PM
 187           
 0
 13 Mar 17, 06:02 PM

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ২ ওষুধের দোকান পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি।।

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ২ ওষুধের দোকান পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি।।

 

নিউজ ডেস্কঃ ফরিদপুর শহরের নিলটুলী এলাকার টাউন থিয়েটার ভবনসংলগ্ন রায়হানা ফার্মেসিসহ ২ টি ওষুধের দোকানে আগুন লেগে ওষুধসহ  আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে। আজ সোমবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান জানান,  সকাল পৌনে ১০টার দিকে রায়হানা ফার্মেসিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পাশের সিদ্দিকিয়া ফার্মেসিতেও লাগে। এ সময় ২ টি ফার্মেসি বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে আগুনে রায়হানা ফার্মেসির সব ওষুধ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পাশের সিদ্দিকিয়া ফার্মেসিও ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন