News71.com
 Bangladesh
 13 Mar 17, 12:20 PM
 177           
 0
 13 Mar 17, 12:20 PM

মির্জাপুরে ট্রেনেকাটা পড়ে যুবকের মৃত্যু

মির্জাপুরে ট্রেনেকাটা পড়ে যুবকের মৃত্যু

 

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনেকাটা পড়ে এরশাদ নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) ভোর রাত বঙ্গবন্ধু সেতু রেলসংযোগ সড়কের উপজেলার গোড়াইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত এরশাদ মৃধা উপজেলা ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের তাজিবর মৃধার ছেলে।

মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ভোর রাতে মির্জাপুর স্টেশন অতিক্রম করে। তার কিছুক্ষণ আগে গোড়াইল নামক স্থানে এক যুবক ট্রেনেকাটা পড়ে মৃত্যু হওয়ার সংবাদ পেয়েছেন বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন