News71.com
 Bangladesh
 13 Mar 17, 11:59 AM
 173           
 0
 13 Mar 17, 11:59 AM

পাবনায় দুই জেএমবি সদস্য আটক

পাবনায় দুই জেএমবি সদস্য আটক

নিউজ ডেস্ক : পাবনায় পুলিশের বিশেষ অভিযানে শফিকুল ইসলাম ও জিয়াউল করিম নামে দুই জেএমবির সদস্য আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। পুলিশ সদরদপ্তর নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির যেসব সদস্যদেরকে খুঁজছিল তাদের মধ্যে এদের নাম রয়েছে। গতকাল রবিবার (১২ মার্চ) দিবাগত রাতে পাবনা শহর ও ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। গ্রেপ্তার দুই জনের মধ্যে শফিকুলের বাড়ি পাবনা শহরের রাধানগর মক্তবপাড়া এলাকায়। আর জিয়াউলের বাড়ি নারায়ণপুর এলাকায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, পুলিশ সদরদপ্তরের তালিকাভুক্ত দুই জেএমবি সদস্য পাবনায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে এই অভিযানে নামের তারা। আটক তুই জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা আছে। ঝিনাইদহ ও শরীয়তপুর থানার কয়েকটি মামলায় জেলও খেটেছেন তারা। উল্লেখ্য, গত ৬ মার্চ গাজীপুরের টঙ্গীতে মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদেরকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় প্রিজন ভ্যানে হামলার ঘটনা ঘটে। সেখান থেকে হাতেনাতে আটক হন একজন। এরপর তার দেয়া তথ্যমতে নরসিংদীর একটি কওমি মাদ্রাসা থেকে আটক হন আরও একজন।

পরদিন কুমিল্লায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় হাতেনাতে আটক হন দুই যুবক। এরপর এদের একজনের কাছ থেকে তথ্য পেয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানে যায় পুলিশ। উদ্ধার করা হয় বোমা ও গ্রেনেডসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ। এর পর পরই দেশের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করে পুলিশ। ছয় দিনে আটক হয় দুই শতাধিক মানুষ, যাদের বেশিরভাগের বিরুদ্ধেই আনা হয়েছে জঙ্গি তৎপরতার অভিযোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন