
নিউজ ডেস্কঃ আগামীকাল ১৪ মার্চ মঙ্গলবার পল্লীকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে কাল সকালে শহরতলির গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৪ মার্চ রাজধানী ঢাকায় পল্লীকবি জসীমউদ্দীন মারা যান। পরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের নিচে তাঁকে সমাহিত করা হয়।