News71.com
 Bangladesh
 13 Mar 17, 11:07 AM
 198           
 0
 13 Mar 17, 11:07 AM

হবিগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : হবিগঞ্জ শহরের যশোরাব্দায় একটি মেস থেকে সামছুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ মার্চ) গভীর রাতে মরদেহটি উদ্ধার করা হয়। সামছুল বানিয়াচং উপজেলা মকরমপুর গ্রামের মৃত আব্দুল্লার ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

তার সহপাঠীরা জানায়, বিকেলে মেসের সবাই বাইরে বেড়াতে যায়। রাতে মেসে ফিরে তারা সামছুলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন