
নিউজ ডেস্কঃ মানিকছড়ি উপজেলা তুলাবিল এলাকার জনৈক কংচাই মারমা‘র ঘরে গত ৮ মার্চ রাতে সন্ত্রাসীরা হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহকর্তাকে বেধে ঘরের স্বর্ণালংকার লুটে নেয় ওই ডাকাতরা। ফলে গৃহকর্তার অভিযোগে পুলিশ ঘঁনাটি আমলে নিয়ে ব্যাপক তদন্ত শুরু করলে একে একে বেড়িয়ে আসে খোয়া যাওয়া মালামাল। এরই সাথে আটক করা হয় হোতাদের।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে ৬/৭ কিলোমিটার দূরের তুলাবিল এলাকার জনৈক কংচাই মারমার বাড়ীতে ৮ মার্চ রাতে হানা দেয় দুর্বৃত্তরা। ওই সময় অস্ত্র ঠেকিয়ে গৃহকর্তাকে বেধে প্রায় ২ভরি স্বর্ণ লুট করে নেয় সন্ত্রাসীরা। পর দিন কংচাই মারমা বিষয়টি সর্ম্পকে সন্দেহভাজন ৪জনকে আসামী করে থানায় অভিযোগ দিলে থানার এস.আই হেলাল উদ্দীন বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেন।
২৪ ঘন্টা যেতে না যেতে প্রথমে ২ জনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তাদের দেয়া তথ্যমতে গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি থেকে লুটে নেওয়া ১ ভরি ১১ আনা ৪রতি ৯পয়েন্ট স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আটক কৃতরা হলো, অংগ্য মারমা (২২) পিতা-সাথোই মারমা, সাং তুলাবিল, সজল দাশ (২২) পিতা-পরিমল দাশ, সাং- পান্নাবিল, কংচাই মারমা (২৬) পিতা-অংথোংগ্য মারমা, সাং- গরাইয়াছড়ি, সিন্দুকছড়ি।প্রচলিত আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেল-হাজতে প্ররণ করা হয়েছে।