
নিউজ ডেস্ক : দিনাজপুরের কাহারোল উপজেলার ঘুঘুর বাজার এলাকা থেকে জাল টাকার নোটসহ জিয়াউর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটক জিয়াউর উপজেলার সুন্দরগঞ্জ ইউনিয়নের আবাসন গ্রামের মৃত ভিলিমের ছেলে।
দিনাজপুর কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ঘুঘুর বাজারে চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে ৩৫ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। এঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।