News71.com
 Bangladesh
 13 Mar 17, 10:58 AM
 161           
 0
 13 Mar 17, 10:58 AM

মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার পড়ে নিহত ১, আহত ২।।

মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার পড়ে নিহত ১, আহত ২।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার ক্রেন দিয়ে উঠানোর সময় হঠাৎ করে ছিঁড়ে পড়ে যায়। এ সময় ১  শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রোববার রাত ২ টার দিকে শ্রমিকরা ফ্লাইওভারের পিলার উঠনোর সময় ক্রেনের তার ছিঁড়ে হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা কয়েকজন শ্রমিক মারাত্মকভাবে আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, নির্মাণাধীন ফ্লাইওভারের সাইড ইঞ্জিনিয়ার পুলিশ হেফজাতে রয়েছেন। ঘটনাস্থলে জিআরপি পুলিশ-রামপুরা-রমনা থানা পুলিশ রয়েছে। রমনা থানার ওসি (তদন্ত) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন