
নিউজ ডেস্ক : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের দক্ষিণ গেট সংলগ্ন একটি মেস থেকে ২৫ টি হাত বোমা ও অস্ত্র-গুলিসহ মানিক মন্ডল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) বিকেল ৫ টার দিকে শহরের এমএম কলেজ দক্ষিণ গেট সংলগ্ন 'তামিন ছাত্রাবাস' থেকে তাকে আটক করা হয়। মানিক মন্ডল যশোর শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকার শ্যামল মন্ডলের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘তামিন ছাত্রাবাসে’ অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ২৫ টি হাত বোমা, একটি চাইনিজ কুড়াল, দু’টি দা ও বোমা তৈরির সরঞ্জামসহ সন্ত্রাসী মানিককে আটক করা হয়। কী কাজে এতোগুলো হাত বোমা ও অস্ত্র-গুলি রাখা হয়েছেলি তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।