
নিউজ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামে বিবদমান ২ পক্ষের সংঘর্ষে ১৫জন আহত ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ১০রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। আহতদেরকে লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।'