News71.com
 Bangladesh
 12 Mar 17, 09:47 PM
 209           
 0
 12 Mar 17, 09:47 PM

সুনামগঞ্জে প্রয়াত জাতীয় নেতা ও মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা।।

সুনামগঞ্জে প্রয়াত জাতীয় নেতা ও মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা।।

 

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রয়াত জাতীয় নেতা ও মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভায় আওয়ামী লীগ ছাড়াও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ছাতক-দোয়ারা আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, অ্যাডভোকেট শামসুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বিশ্বের সংসদীয় রাজনীতির প্রবাদপ্রতীম পুরুষ। পশ্চাদপদ এই ভাটি থেকে তিনি রাজনৈতিক প্রজ্ঞার কারণে শুধু বাংলাদেশেই নয় বহির্বিশেও সমাদৃত হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদান, সাব সেক্টর প্রতিষ্ঠা, সংবিধান রচনাসহ দেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রগণ্য। বক্তারা তার স্মৃতি রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন