
নিউজ ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের বোর্ডপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ শাহানাজ খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। রোববার (১২ মার্চ) সকাল ৮ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শাহানাজ ওই এলাকার জাকিরুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, গাংনী থানা ও ধলা পুলিশ ক্যাম্পের একটি দল জাকিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির একটি ঘর থেকে চটের ব্যাগের ভেতরে ৫ টি প্যাকেটে মোড়ানো গাঁজাগুলো উদ্ধার করা হয়। পরে শাহানাজকে আটক করা হয়।
উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বাড়িতে গাঁজা রেখে পাচারের প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক জাকিরুল ইসলাম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। গাঁজা উদ্ধারের ঘটনায় শাহানাজ খাতুন ও তার স্বামী পলাতক জাকিরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।