News71.com
 Bangladesh
 12 Mar 17, 01:58 PM
 202           
 0
 12 Mar 17, 01:58 PM

স্বাধীনতার ঘোষক নিয়ে বির্তক বন্ধ করতে হবে : রওশন এরশাদ

স্বাধীনতার ঘোষক নিয়ে বির্তক বন্ধ করতে হবে : রওশন এরশাদ

নিউজ ডেস্ক :  স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে বারবার বির্তকের কোনো সুযোগ নেই। এই বির্তক বন্ধ করতে হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শনিবার (১১ মার্চ) বিকেলে জাসদ সংসদ সদস্য ২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন।

এ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রওশন এরশাদ বলেন, গণহত্যা দিবসটি অনেক আগেই আমাদের ঘোষণা করা উচিত ছিলো। হয়তো এটা আমরা করতে পারতাম। এখন দিবসটি ঘোষণার পর এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাদের সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক নিয়ে অনেক কথা হয়, হয়েছে। স্বাধীনতার ঘোষক তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে বারবার কেন বির্তক হবে। এ বির্তকটা বন্ধ করতে হবে। এ দু’টি বিষয় আমাদের প্রধান কাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন