
নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনর উপজেলায় ধান ক্ষেত থেকে আবদুর রব (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১২ মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার ভূলুয়া নদীর কাছে একটি ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুর রব উপজেলার চর কাদিরার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল হাসেমের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সফিক উল্যাহ জানান, সকালে নদীর কাছে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, শনিবার (১১ মার্চ) রাতে ফজুমিয়ার হাট বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, তার গলায় হালকা কালো দাগ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে।