
নিউজ ডেস্ক : এ বছর বজ্রপাত নিয়ে শঙ্কায় রয়েছে আবহাওয়া অফিস। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার (১০ মার্চ) থেকে থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া বইছে। এতে আজ শনিবার (১১ মার্চ) সকালে রাজধানীসহ সারাদেশে কাজে বের হওয়া সাধারণ মানুষ নানা দুর্ভোগে পড়েন। বর্ষা মৌসুমের আগেই বৃষ্টি শুরু হলেও এবছর বজ্রপাত নিয়ে বেশি শঙ্কায় আবহাওয়া অফিস। তবে এবিষয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ আবহাওয়াবিদদের।
কওয়া নেই বলা নেই হঠাৎ করেই ফাল্গুন মাসে দেশজুড়ে টানা বৃষ্টি। তাই এমন দুর্ভোগ সাধারণ মানুষের। মূলত শুক্রবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে বর্ষা পূর্ববর্তী মৌসুমে প্রতি বছরই এমনটা হয়। তবে বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু না থাকলেও এ মৌসুমে বজ্রপাত নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। কারণ বর্ষা পূর্ববর্তী মৌসুমে এ ধরনের বজ্রপাত বেশী হয়। পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ ও ১৬ সালে বজ্রপাতে যথাক্রমে দেশে ২৬৪ ও ২৬১ জনের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। প্রকৃত পক্ষে এ সংখ্যা আরো বেশী।
আবহাওয়াবিদদের মতে, বজ্রপাত থেকে বাঁচতে বৃষ্টির সময় খোলা উচু স্থানে থাকা যাবে না। দূরে থাকতে হবে জলাশয়, ঘরের জানালা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে। মাছ ধরা বন্ধ রেখে আশ্রয় নিতে হবে নৌকার ছইয়ের নিচে। তবে বজ্রপাতের সময় খোলা জায়গার বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে ৪০ টি করে বজ্রপাত হয়।