News71.com
 Bangladesh
 11 Mar 17, 11:14 PM
 232           
 0
 11 Mar 17, 11:14 PM

রাজশাহীতে ভারতীয় জাল রুপিসহ বাসযাত্রী আটক

রাজশাহীতে ভারতীয় জাল রুপিসহ বাসযাত্রী আটক

নিউজ ডেস্ক : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙা সড়কে প্রায় ২ লাখ ভারতীয় জাল রুপিসহ আবদুস সালাম (৩৮) নামে এক বাসযাত্রীকে আটক করা হয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বর্তমানে ওই বাসযাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আমান উল্লাহ জানান, আটক আবদুস সালাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে। তার কাছ থেকে ১ লাখ ৯৮ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তিনি শিবগঞ্জ থেকে বাসে রাজশাহী আসছিলেন। এপিবিএন সদস্যরা বাস থামিয়ে তাকে তল্লাশি করার সময় ভারতীয় জাল রুপিগুলো উদ্ধার করা হয় বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন