
নিউজ ডেস্কঃ বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ যুবলীগ নেতার ভাইসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাওব। আজ শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার পুষ্টকামুরী গ্রামে অভিযান চালিয়ে র্যা ব তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. মাজাহারুল ইসলাম শিপলুর বড় ভাই মো. দোলন হোসেন (৪৩) ও মোজাম্মেল হোসেন(৩০)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার হয়েছে বলে র্যামব সুত্র জানিয়েছে।
জানা গেছে, দোলন ও মোজাম্মেলসহ ১০-১৫ জন মাদক ব্যবসায়ী সিন্ডিকেট করে পুষ্টকামুরী, মির্জাপুর বাজার, সাহাপাড়া, বাইমহাটি, পালপাড়াসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। আজ শনিবার রাতে টাঙ্গাইল র্যাাব-৩ এর একদল সদস্য গোপন সংবাদ পেয়ে পুষ্টকামুরী গ্রামে দোলনদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ইয়াবা ও ফেনসিডিলসহ দোলন ও মোজাম্মেলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে র্যাাব-৩ টাঙ্গাইলের কমান্ডিং অফিসার কমান্ডিং অফিসার বীনা রানী দাসের সঙ্গে রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের গ্রেফতার করে প্রচলিত আইনে মামলা হচ্ছে।