News71.com
 Bangladesh
 11 Mar 17, 11:10 PM
 181           
 0
 11 Mar 17, 11:10 PM

আগামীকাল বাংলাদেশ নৌ বাহিনীর প্রথম সাবমেরিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী........ 

আগামীকাল বাংলাদেশ নৌ বাহিনীর প্রথম সাবমেরিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী........ 

 

নিউজ ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশ নৌ-বাহিনীর বহরে যুক্ত হওয়া দুটি সাবমেরিন এবং চট্টগ্রামে একটি পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামে নৌ-বাহিনীর নেভাল বেইসে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । বাংলাদেশ নৌবহিনীর আধুনিকীকরন কর্মসুচির আওতায় চীন থেকে কেনা হয়েছে সাবমেরিন দুটি । এরপর বিকেল ৩টা ২৫ মিনিটে পতেঙ্গার বোট ক্লাবে চট্টগ্রাম ওয়াসার অধীনে বাস্তবায়িত প্রকল্প ‘শেখ হাসিনা পানি শোধনাগার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশেরও আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, “সকালে ‘জয়যাত্রা’ ও ‘নবযাত্রা’ নামের সাবমেরিন দুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  এরপর বিকেলে ওয়াসার পানি শোধনাগার প্রকল্পটি উদ্বোধন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও সচিব উপস্থিত থাকবেন। ”এছাড়া ওই সুধী সমাবেশে চট্টগ্রামের আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলটির নেতারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন