News71.com
 Bangladesh
 11 Mar 17, 09:51 PM
 227           
 0
 11 Mar 17, 09:51 PM

সাভারে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

সাভারে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

নিউজ ডেস্ক : ঢাকার সাভারে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার (১১ মার্চ) বিকেলে সাভার সদর ইউনিয়নের মধ্য কলমা এলাকায় মানারাত নিটওয়্যার গার্মেন্টসের সামনে এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী জানায়, মধ্য কলমা এলাকায় মানারাত নিটওয়্যার গার্মেন্টসে দীর্ঘ দিন ধরে অংশীদারিত্বে ঝুট ব্যবসা করে আসছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সদস্য মোহন মিয়া। মোহন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যুবলীগ সদস্য সোহেল রানার লোক বলে পরিচিত।

শনিবার রাজ্জাকের লোকজন সেখানে অংশীদারিত্বের ব্যবসা নিয়ে কথা বলতে গেলে মোহনের লোকজন বাধা দেয়। এতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও  গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের বিষয়ে সাভার উপজেলা যুবলীগ সভাপতি সেলিম মন্ডল জানান, সোহেল রানার লোকজন ধারালো অস্ত্র ও পিস্তল নিয়ে আব্দুর রাজ্জাকের ওপর অতর্কিত হামলা করে। এসময় রাজ্জাক, তার কর্মী রাজুসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে রাজুর হাতের ৩ টি আঙ্গুল কেটে গেছে এবং তার অবস্থা গুরুতর। এ বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানার সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই পোশাক কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন