News71.com
 Bangladesh
 11 Mar 17, 09:48 PM
 213           
 0
 11 Mar 17, 09:48 PM

সংসদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কাঁদলেন,কাঁদালেন সকলকে।।

সংসদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কাঁদলেন,কাঁদালেন সকলকে।।

 

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের অধিবেশনে একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরুর আগে ২৫ মার্চ রাতে এবং যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্মম ববর্বতার ‘সচিত্র প্রতিবেদন’ দেখানো হয়েছে। আজ শনিবার অধিবেশনের শুরতে জাসদের সংসদ সদস্য শিরীন আখতার পাকিস্তানি বাহিনীর নির্মমতায় নিহতদের স্মরণে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব উত্থাপন করার পরপরই একাত্তরের সেই ভয়াল চিত্র সংসদে উপস্থাপনের জন্য স্পিকারের অনুমতি চান প্রধানমন্ত্রী। 

এরপর সংসদ কক্ষে রাখা বড় পর্দায় একাত্তরে পাকিস্তানি বাহিনীর নির্মমতার বিভিন্ন চিত্র, ভিডিও দেখানো হয়। স্মরনার্থীদের দেশ ত্যাগ, গণহত্যার ছবি দেখাতে গিয়ে আবেগে আপ্লুত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বেশ কয়েকবার চোখ মুছতে দেখা যায়। পিনপতন নীরাবতায় ১৮ মিনিট ধরে এসব চিত্র দেখেন অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা। অব্যক্ত চাপা কান্নায় ভারী হয়ে উঠে পুরো সংসদ কক্ষ। এ সময় অনেক এমপিকেও চোখ মুছতে দেখা যায়। 

এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে টিক্কা খানের নেতৃত্বে ‘অপারেশন সার্চ লাইট’ নামের সামরিক অভিযানে সংগঠিত পাকিস্তানি হানাদার বাহিনীর হিংস্রতা ও বর্বরতার চিত্র তুলে ধরে দিনটিকে গণহত্যা দিবস ঘোষণা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতির জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য প্রস্তাব উত্থাপন করে শিরীন আখতার বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙ্গালির জীবনে এক ভয়াবহ দিন। 

সেই কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী কাপুরুষের মতো রাতের অন্ধকারে পাশবিক হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত বাঙ্গালির উপর। সামরিক শাসক ইয়াহিয়ার নির্দেশে জেনারেল টিক্কা খানের নেতৃত্বে ‘অপারেশন সার্চ লাইট’ নামের সামরিক অভিযানে সংগঠিত হয় ইতিহাসের জঘন্যতম নির্মম গণহত্যা। তাই অন্য যেকোনো দিনের চেয়ে এই দিনটি শুধু আমাদের কাছেই নয়, বিশ্বের গণহত্যার ইতিহাসেরও এক উদাহরণ যোগ্য স্মরণীয় দিন। 

পাকিস্তানি  সেনাবাহিনী, নিরস্ত্র বাঙ্গালিদের উপর সশস্ত্র হামলা করে এবং দীর্ঘ ৯ মাস পাকিস্তানী সামরিক শাসকদের সহযোগীতায় জামায়াতে ইসলামী নামক দলের গঠিত রাজাকার, আল শামস, আলবদর বাহিনী যৌথভাবে ৩০ লাখ বাঙ্গালিকে হত্যা করে এবং ৩ লাখ মা বোনের সম্ভ্রম হানি করে। বিষয়টি সংসদে আলোচনা করে প্রস্তাব আকারে তা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন