
নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের ১৪ তম অধিবেশনে পাস হওয়া বাল্যবিয়ে নিরোধ বিলসহ তিন বিলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন। এরমধ্য দিয়ে বিল তিনটি আইনে পরিণত হলো। আজ শনিবার (১১ মার্চ) রাতে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিল তিনটি হচ্ছে, বাল্যবিয়ে নিরোধ বিল-২০১৭; ব্যাটালিয়ন আনসার (সংশোধন) ২০১৭ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা কাউন্সিল বিল-২০১৭।
যদিও বাল্যবিয়ে নিরোধ আইনের বিরোধিতা করে সুশিল সমাজের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করারও পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে বিলটি পুনঃবিবেচনার প্রস্তাব করেছিলেন নারী সংগঠনের নেতারা।