News71.com
 Bangladesh
 11 Mar 17, 09:44 PM
 185           
 0
 11 Mar 17, 09:44 PM

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ ২ চরমপন্থী আটক

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ ২ চরমপন্থী আটক

 

নিউজ ডেস্ক : রাজবাড়ীতে চরমপন্থী বাহিনীর দুই সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (১১ মার্চ) বিকেলে জেলা সদরের জৌকুড়া বাজার থেকে দু’জনকে আটক করা হয়। আটক দু’জন হলেন- জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের ইসলাম সরদারের ছেলে সাদ্দাম হোসেন সরদার (২৫) ও মিজানপুর ইউনিয়নের মজ্জোৎকোল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ইসলাম মন্ডল (৩৫)।

এ সময় দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় একটি ধানের চাতালের পেছন থেকে ওয়ান শুটার গান ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আটক দু’জন নিষিদ্ধ ঘোষিত সর্বহারা লাল পতাকা বাহিনীর সক্রিয় সদস্য। এক সংবাদের ভিত্তিতে বিকেলে জৌকুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ ওই দুই সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন