News71.com
 Bangladesh
 11 Mar 17, 09:44 PM
 182           
 0
 11 Mar 17, 09:44 PM

রাজধানীর শাহ আলীতে বস্তার ভেতর মিলল কন্যা নবজাতক...

রাজধানীর শাহ আলীতে বস্তার ভেতর মিলল কন্যা নবজাতক...

নিউজ ডেস্ক : রাজধানীর শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় বাজারের ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় এক দম্পতি। উদ্ধারের পর নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক বিভাগের ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় দিকে ওই নবজাতকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দম্পতি বিপ্লব ও তার স্ত্রী লিপি বলেন, শাহ আলীর নবাবের বাগ এলাকায় আমাদের বাঁশের ব্যবসা আছে। এক পাগল এসে আমাদের ওই নবজাতকের খবর দেয়। বেড়িবাঁধের পাকার মাথায় আমরা গিয়ে দেখি, পরিত্যক্ত ভাঙা ছাপড়া ঘরে একটি ময়লা খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা বাজারে ব্যাগে  কি যেনো নড়াচড়া করছে। পরে সেখানে গিয়ে ওই ব্যাগটি খুলে দেখি এক কন্যাশিশু। তাকে দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে পরিষ্কার করে শাহ আলী থানায় খবর দেই।

পরে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ ওই নবজাতকে ঢামেকে নিয়ে আসি।ঢামেক নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান মনিষা ব্যানার্জি বলেন, শিশুটির শরীরে মশা ও পোকা-মাকড়ের কামড়ের দাগ আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন