
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, প্রতিবছর ১৮ থেকে ২০ লাখ মানুষ নতুন কর্মসংস্থানের বাজারে প্রবেশ করছে। কিন্তু সেখানে অর্ধেকেরও কম মানুষ বিভিন্ন ধরণের চাকরি পাচ্ছেন। এতে অধিকাংশ শিক্ষিত মানুষ কর্মসংস্থানের বাইরে থেকে যাচ্ছেন। তিনি বলেন, চাকরির বিষয়ে তাদের মনস্তাত্ত্বিক ধ্যান-ধারণা থেকে বের হয়ে আসতে হবে। তাদের উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তাহলে দেশে নতুন-নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ এগিয়ে যাবে।
শনিবার (১১ মার্চ) সকাল ১১ টায় গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিকল্পনা রয়েছে। গ্রামাঞ্চলে বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার জন্য সব ব্যাংকে উৎসাহিত করা হচ্ছে। এতে গ্রামেই নতুন-নতুন ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হবে।
তিনি বলেন, স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ জমা হচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা উদ্যোক্তা হবে। কর্মজীবনে প্রবেশ করবে তখন তাদের এ অভ্যাস থেকে যাবে। তারা যে কোনো স্থান থেকে দেশের জন্য অবদান রাখতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান জোদ্দার, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের এমডি সাইফুল ইসলাম খান, গোপালগঞ্জ শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম মোল্লা, শিক্ষার্থী অর্পিতা কবির ও আহনা কবির। অনুষ্ঠানে ৪৬ টি স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও ২৩ টি ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।
পরে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি। এ সময় জেলা প্রশাসক ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।