News71.com
 Bangladesh
 11 Mar 17, 09:40 PM
 204           
 0
 11 Mar 17, 09:40 PM

রাজধানীর স্কুল ছাত্র আদনান হত্যায় আরও ২ জন গ্রেফতার

রাজধানীর স্কুল ছাত্র আদনান হত্যায় আরও ২ জন গ্রেফতার

 

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত দুই জন হলো- নুর আলম (১৯) ও আব্দুল করিম (২০)। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী থানাধীন পাগাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সংশ্লিষ্ট থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম জানান, আদনান হত্যার ঘটনায় পুলিশের হাতে থাকা ভিডিও ফুটেজ দেখে দু’জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

আদনান হত্যা মামলায় এ নিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান পরিদর্শক। উল্লেখ্য, উত্তরায় কিশোর-তরুণদের ফেসবুকভিত্তিক গ্যাং গড়ে তোলা এবং সেসবের প্রভাব বিস্তারের দ্বন্দে গত ৬ জানুয়ারি বিকেলে প্রতিপক্ষের চাপাতি ও হকিস্টিকের আঘাতে নিহত হয় আদনান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন