
নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ আকন্দকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের বটেরতল নামক এলাকা থেকে আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়।
আব্দুল হামিদ উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের আজিজার রহমানের ছেলে ও পশ্চিম দামোদরপুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার।সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতার মামলা আছে।