News71.com
 Bangladesh
 11 Mar 17, 09:37 PM
 233           
 0
 11 Mar 17, 09:37 PM

বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

 

নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। স্বাধীনতার কিছুকাল পরে ধর্মনিরপেক্ষতা থেকে এ রাষ্ট্রের বিচ্যুতি ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, তখন দেশ পরিচালনায় অগণতান্ত্রিক সামরিক শাসনের কিছু বিধান রাখা হয়। 

তিনি আরো বলেন, কিন্তু একটি সময় পর দেশে যখন আবার গণতান্ত্রিক সরকার চলে আসে, তখন আমাদের বিচার বিভাগ সেগুলোকে বাতিল করে দেয়। তাই দেশ এখন সম্পূর্ণভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আজ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২তম আবির্ভাব তিথি ও শুভ দোল পূর্ণিমা উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

এতে সভাপতিত্ব করেন ভারত থেকে আগত শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোঃ শাহজালাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন