News71.com
 Bangladesh
 11 Mar 17, 06:38 PM
 268           
 0
 11 Mar 17, 06:38 PM

আবারও যুব মহিলা লীগের সভাপতি নাজমা ও সাধারণ সম্পাদক অপু উকিল

আবারও যুব মহিলা লীগের সভাপতি নাজমা ও সাধারণ সম্পাদক অপু উকিল

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে অপু উকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। 

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠন যুব মহিলা লীগের প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ। ওই সম্মেলনে নাজমা আক্তার সভাপতি এবং অপু উকিল সাধারণ সম্পাদক হন। 

প্রতিষ্ঠার পরে বিএনপি-জামায়াত জোট সরকার ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে ব্যাপক ভূমিকা রাখায় তারা পুনোরায় বিবেচিত হয়েছেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন