News71.com
 Bangladesh
 11 Mar 17, 02:19 PM
 209           
 0
 11 Mar 17, 02:19 PM

কালিয়াকৈরে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট ।। জনগণের দূর্ভোগ চরমে......

কালিয়াকৈরে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট ।। জনগণের দূর্ভোগ চরমে......

নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় ও আশপাশ এলাকায় ২০ কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশ এলাকার তিন দিকের মহাসড়কে ২০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। সকালে থেকেই থেমে থেমে যানবাহন চলাচল করছে। পুলিশ বলছে, এ মহাসড়কে ফোর লেনের কাজ চলায় এবং সকালে বৃষ্টি হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসেন সরকার জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় রেলব্রিজে উঠার সময় একটি অভারলোড ট্রাক দেবে যায়। ট্রাকটি সরাতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। এ সময় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগেই সকালে থেকে শুরু হয় বৃষ্টি। এ ছাড়া এ মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ চলছে। সব মিলিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন