News71.com
 Bangladesh
 11 Mar 17, 02:17 PM
 187           
 0
 11 Mar 17, 02:17 PM

বগুড়ায় নরসুন্দরের মরদেহ উদ্ধার

বগুড়ায় নরসুন্দরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলা থেকে বিপ্লব কুমার (২২) নামে এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের একটি খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিপ্লব এলাঙ্গীর দীপু কুমার শীলের ছেলে।

এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এম এ তারেক হেলাল জানান, এলাঙ্গী বাজারে বিপ্লবের সেলুনের দোকান রয়েছে। শুক্রবার (১০ মার্চ) দুপুরে কাজ শেষে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। সকালে তার বাবা দীপু কুমার খালের পাশে ঘাস কাটতে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।বিপ্লবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি বিষটি নিশ্চিত করে বলেন, বিপ্লবের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ মুহূর্তে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন