
নিউজ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র ছোট ভাই আরিফুল হক রনি (৫৬) মারা গেছেন। বাংলাদেশ সময় শনিবার (১১ মার্চ) ভোর ৫ টার দিকে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ....রাজিউন)।
তার ইচ্ছা অনুযায়ী আমেরিকায়ই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ও সন্তানরা আমেরিকায় বসবাস করেন। আরিফুল হক রনির গ্রামের বাড়ি কসবা উপজেলার পানিয়ারুপ এলাকায়।
আরিফুল হকের মৃত্যুতে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হেসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।