
নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগরে বাসের ধাক্কায় ম্যানহোলে পড়ে ১ মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী ভোগড়া বাইবাস মোড়ে সামান্য ফাঁকা থাকা একটি ম্যানহোলের ঢাকনার উপর দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ম্যানহোলের ঢাকনায় সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ওই ছাত্রী ম্যানহোলের ভিতর পড়ে যায়। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।
স্থানীয় পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেন জানান, লাশটি ম্যানহোল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।