News71.com
 Bangladesh
 11 Mar 17, 02:05 PM
 214           
 0
 11 Mar 17, 02:05 PM

পাইকগাছায় রান্নার জলন্ত কড়াইতে পড়ে বৃদ্ধ দগ্ধ ।। অর্থ ও জনবল না থাকায় উন্নত চিকিৎসা হচ্ছে না ......

পাইকগাছায় রান্নার জলন্ত কড়াইতে পড়ে বৃদ্ধ দগ্ধ ।। অর্থ ও জনবল না থাকায় উন্নত চিকিৎসা হচ্ছে না ......

 

এমডি সোহান : পাইকগাছায় নরেন্দ্র তরফদার নামের ৮২ বছরের এক বৃদ্ধ রান্নার জলন্ত কড়াইতে পড়ে  দগ্ধ হয়েছেন । বর্তমানে তিনি পাইকগাছা উপজেলা স্বাস্হ্যকমপ্লেস্কে মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছেন। উপজেলার চাঁদখালী ইউপি'র ওড়াবুনিয়ার এই বৃদ্ধের নেই কোন পুত্র সন্তান , গত এক বছর আগেই তার স্ত্রীও মারা গেছেন। এই সংসারে তার আপন বলতে কেউ কাছে থাকে না । তার কন্যাদের অনেক আগেই বিবাহ হয়েছে। তারাও নিজ সংসার নিয়ে ব্যস্ত সময় কাটান । বর্তমানে তার সময়কাটে নিজ কন্যাসহ নিকট আত্মীয়দের বাড়ীতে ঘুরে - ঘুরে ।

জানাগেছে বৃদ্ধের জীবন যাপনের এই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মেয়ের বাড়ীতে এসে লস্কর ইউপি'র খড়িয়ার বিনাপানী স্কুল মাঠে চলমান মহানামযঞ্জ অনুষ্ঠানে যোগদেন করেন । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,এদিন শেষ বিকেলে আনন্দ বাজারে প্রসাদ (খেচুড়ি) খেয়ে তরফদার ব্যাপক কর্মযঞ্জের রন্ধন শালার দিকে এগিয়ে যায় এবং এক পর্যায়ে অসাবধানতাবসত সে জলন্ত রান্নার কড়াইতে পড়ে  মারাত্মক ভাবে দগ্ধ হয়ে আহত হন।

স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধায় তাকে উপজেলা স্বাস্হ্যকমপ্লেস্কে আনা হয় । যতদুর জানাগেছে তাঁর মেয়ে ছাড়া এ পর্যন্ত কেহ কোন খোজ রাখেননি । শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শর্মিষ্ঠা সাহা জানান, আহতের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে এবং এই মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য তাকে  বার্ন ইউনিটে পাঠানো জরুরী হয়ে পড়েছে । দেখভালের দায়িত্ত্বে অসহায় মেয়ে ব্যক্তি, প্রতিষ্ঠানের সহনাভুতির কথা জানিয়ে বলেন, একদিকে অর্থ সংকট ও অন্যদিকে জনবলের অভাবে উন্নত চিকিৎসার জন্য বাবাকে কোথায় নিয়ে যেতে পারছেন না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন