News71.com
 Bangladesh
 11 Mar 17, 12:37 PM
 269           
 0
 11 Mar 17, 12:37 PM

ঢাকা সিটির সম্প্রসারিত অংশগুলোর নতুন ৩৬ টি ওয়ার্ডে নির্বাচন আগামী জুনে.....

ঢাকা সিটির সম্প্রসারিত অংশগুলোর নতুন ৩৬ টি ওয়ার্ডে নির্বাচন আগামী জুনে.....

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশগুলোর অর্ন্তভুক্ত ৩৬ টি ওয়ার্ডকে আগামী জুন মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য এপ্রিল মাসের ভেতরেই সকল প্িরক্রয়া শেষ করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে নির্বাচন অনুষ্ঠানের আগেই সংশ্লিষ্ট এলাকাগুলোর জনবল ও অবকাঠামো সঠিকভাবে নির্ধারণ করার পরার্মশ বিশ্লেষকদের।

গেল বছরের ২৮ জুন তেজগাঁও সার্কেলভুক্ত ১৬ টি ইউনিয়নকে অর্ন্তভুক্ত করে ঢাকার দুই সিটি করপোরেশনকে সম্প্রসারিত করা হয়। ফলে উভয় সিটি করপোরেশনের আয়তনই আগের তুলনায় প্রায় দ্বিগুন হয়ে যায়। এরই মধ্যে ময়োদ শেষ হয়েছে ১৬ টি ইউনিয়নেরই। অবশ্য অর্ন্তভুক্তির সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, নতুন ওর্য়াড কাউন্সিলররা শপথ না নেয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে ২৭ সেপ্টেম্বর দুই সিটি করপোরেশনে অর্ন্তভুক্ত হওয়া ইউনিয়নগুলোকে ১৮ টি করে ৩৬ টি ওয়ার্ডে বিন্যাস করা হয়। কিন্তু নতুন করে মাতুয়াইল ও ডেমরা ইউনিয়নকে ঘিরে সীমানা জটিলতা তৈরী হওয়ায় ওয়ার্ড গুলোতে নির্বাচন করা সম্ভব হয়নি এতদিন।

তবে এপ্রিল মাসের ভেতরে এ জটিলতা নিরসন করে জুন মাসের মধ্যেই নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালকে।

তবে নির্বাচন অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট এলাকাগুলোকে অবকাঠামোর দিক থেকে সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোর সাথে সামঞ্জস্যর্পূণ করে নিতে তাগিদ বিশ্লেষকদের। এজন্য দুই সিটি করপোরেশনকেই বিশেষ বরাদ্দ দেয়ার পরার্মশ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়লে আহমেদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন