News71.com
 Bangladesh
 11 Mar 17, 12:30 PM
 188           
 0
 11 Mar 17, 12:30 PM

সাভারে স্বর্ণের দোকান লুট

সাভারে স্বর্ণের দোকান লুট

নিউজ ডেস্ক : সাভারে একটি স্বর্ণের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১১ মার্চ) সকালে সাভার পৌর এলাকার ‘চাঁপাইন জুয়েলার্স’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

চাঁপাইন জুয়েলার্স’র মালিক জুম্মন ভূঁইয়া জানান, ১ মার্চ একই এলাকার সেলিম নামে এক যুবক তার দোকানে একটি স্বর্ণের আংটি বানাতে দেন। আংটিটি বানিয়ে দিতে দেরি হওয়ায় শনিবার সকালে ধারালো অস্ত্র নিয়ে সেলিম ও তার লোকজন তার দোকানে হামলা চালান। তারা এসময় স্বর্ণের দোকানের সিন্দুকের তালা ভেঙে নগদ এক লাখ ২৫ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও চল্লিশ ভরি রুপার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যান। এছাড়া এসময় তারা দোকানটির গ্লাস ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে তারা তাকে (জুম্মন) ও দোকানের কর্মচারী শাহিদুল ও আবুল বাসারকে পিটিয়ে জখম করে পালিয়ে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন