News71.com
 Bangladesh
 11 Mar 17, 11:14 AM
 218           
 0
 11 Mar 17, 11:14 AM

কুমিল্লার প্রধান দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

কুমিল্লার প্রধান দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিউজ ডেস্ক : প্রতীক বরাদ্দের আগেই গণসংযোগ চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রার্থীরা এটাকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও, বিষয়টিকে নির্বাচনবিধির পরিপন্থী বলে মন্তব্য করছেন রির্টানিং কর্মকর্তা। তদন্ত সাপেক্ষে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন তিনি।

নির্বাচনী আচরণবিধি অনুসারে, মনোনয়ন দাখিলের পর প্রতীক বরাদ্দের আগে কোন প্রার্থীই গণসংযোগ চালাতে পারবেন না। কিন্তু, নির্ধারিত সময়ের ৫ দিন আগে, বিএনপি দলীয় সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে শুক্রবার সকালে নগরীর শাসনগাছা এলাকায় গণসংযোগ চালাতে দেখা যায়। সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিএনপি দলীয় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, 'নির্বাচনী গণসংযোগ আমরা ১৪ তারিখের পর আরম্ভ করবো। একটা বিয়ের অনুষ্ঠান ছিলো সেখানে যাচ্ছিলাম যাওয়ার পথে জনগণের সঙ্গে হাত মিলে কথা বলছিলাম।' এদিকে, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনজুম সুলতানা সীমাকেও গণসংযোগ চালাতে দেখা গেছে। নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় একইদিন দুপুরে গণসংযোগ করেন তিনি।

আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আনজুম সুলতানা সীমা বলেন, 'আমি বাজারে আসছি সেই সাথে জনগণের সাথে সৌজন্য সাক্ষাত করতে এসেছি। এটা আচরণ বিধি লঙ্ঘন না। আমার প্রতিপক্ষতো এইটি প্রতিদিন করছেন।'

বিষয়টি সম্পর্কে অবহিত হলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রিটার্নিং কর্মকর্তা রাকিব উদ্দিন মন্ডল। তিনি বলেন, 'আমরা প্রার্থীদের অবহিত করেছি সৌজন্য সাক্ষাতের নামে তারা যেনো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না করে।

প্রতীক বরাদ্দের আগে এমন ঘটনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। এটা সম্পূর্ণ নিষেধ। যদি কোনো উৎস থেকে আমরা জানতে, আমাদের কমিটি গঠন করা আছে তার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবো।' ১৪ মার্চ প্রতীক বরাদ্দের পর বিধি মেনে গণসংযোগ চালাতে পারবেন প্রার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন