News71.com
 Bangladesh
 11 Mar 17, 11:10 AM
 189           
 0
 11 Mar 17, 11:10 AM

সেন্ট রিটা চার্চে হামলার ঘটনায় আটক তিনজনকে আসামি করে মামলা

সেন্ট রিটা চার্চে হামলার ঘটনায় আটক তিনজনকে আসামি করে মামলা

 

নিউজ ডেস্ক : পাবনার সেন্ট রিটা চার্চে নিরাপত্তা রক্ষীর ওপর হামলায় আটক তিনজনকে আসামি করে মামলা করেছেন চার্চের নিরাপত্তা কমিটির সভাপতি ননী ডি কস্টা। শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাতে চাটমোহর থানায় আব্দুল আজিজ, রাজিব ও ফরিদের বিরুদ্ধে তিনি মামলাটি করেন। সকালে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, শুক্রবার ভোরে জেলার চাঁটমোহরের মথুরাপুর এলাকার সেন্ট রিটা চার্চে তিনজন মুখোশধারী হানা দিয়ে ঘুমন্ত ফাদারের কক্ষে প্রবেশের চেষ্টা চালায়। এতে বাধা দিলে নিরাপত্তা রক্ষী গ্রিলবার্ডকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন