
নিউজ ডেস্ক : ফেনীর ফুলগাজী বদরপুর সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ীদের হামলায় বাংলাদেশি আনসার সদস্য নিহত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা আহত হওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে ফেনীর পরশুরাম মজুমদার হাট সীমান্ত ফাঁড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফেনী জয়লষ্করস্থ- ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এম আশ্রাফ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক নিয়মিত সফর হিসিবে এ বিওপি পরিদর্শণে আসেন। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ডেপুটি কমানন্ডেন্ট ডিসি দোয়েল সিং, অ্যাসিট্যান্ট কমানডেন্ট কেসাবর সঙ্গে বৈঠক করেন। ফুলগাজীর সীমান্তে হত্যাকান্ডের ঘটনায় তাদের মধ্যে আলাপ হয়। তবে ঠিক কী আলাপ হয় তিনি তা জানাতে পারেননি।
বৈঠকে বিজিবি ডিজির সাথে উপস্থিত ছিলেন- বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এহসানুজ্জামান, অপারেশন বিভাগের এডিজি কর্নেল জিল্লুর, রিজিওন কমান্ডার হাসনাত, ফেনী জয়লষ্করস্থ ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আশ্রাফ আলী।