
নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় বাসচাপায় মিশু আক্তার (১১) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় এ দূর্ঘটনা ঘটে।ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় ওই এলাকায় রাস্তা পার হচ্ছিল মিশু। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি।