
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পার্বত্য চুক্তির কারণে পাহাড়ে এখন শান্তি এসেছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। শুক্রবার (১০ মার্চ) বিকেলে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে বক্তব্যে তিনি এ কথা জানান। এসময় বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে পাহাড়ে শান্তির জন্য একটি কমিটি গঠন করেন। আর এ কমিটির মাধ্যমে পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়েছে। এ চুক্তি একটি চলমান প্রক্রিয়া বলে মন্তব্য করেন তিনি।
ফজলে রাব্বী মিয়া বলেন, পার্বত্য চুক্তির কারণে এখন এ স্কুলে অনুষ্ঠান করা যাচ্ছে। শিক্ষা জাতির মেরুদন্ড। এজন্য শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এ উপলব্ধি থেকে সরকার ২৬ হাজার স্কুলকে সরকারি করেছে। শিক্ষার্থীদের হাতে সময় মতো বই তুলে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা ১৮ বছরের আগে বিয়ে করো না। সরকারের এ আইনকে মেনে নিতে হবে।’অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ফজলে রাব্বী বলেন, ‘ইন্টারমিডিয়েট পাশের আগে ছাত্রীদের হাতে মোবাইল তুলে দেবেন না।’ ডেপুটি স্পিকার সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জানান, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। কে নির্বাচনে আসবে, আসবে না সেটা কোনো ব্যাপার না।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ফিরোজা বেগম চিনু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল রিদওয়ানুল ইসলাম, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ। বক্তব্য পরবর্তী বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।