
নিউজ ডেস্কঃ নির্বাচনে অন্যকোন ফরমুলা দিয়ে লাভ নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভারত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশেও নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে।
আজ শুক্রবার বিকেলে রায়গঞ্জে রক্তাক্ত ভূইয়াগাতী দিবস স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি রায়গঞ্জে পৌঁছে চান্দাইকোনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
১৯৯৬ সালের ৬ মার্চ খালেদা জিয়ার প্রহসনের নির্বাচন প্রতিহত করতে গিয়ে গুলিতে ভূইয়াগাতীতে ছাত্রনেতা আনন্দ, জসমত, বুলবুল ও রানা শহীদ হয়। তাদের স্মরণে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ এই স্মরণ সভার আয়োজন করে। খালেদা জিয়ার প্রহসনের নির্বাচন প্রতিহত ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত ছাত্র নেতাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে প্রধান অতিথি মঞ্চে উঠে শহীদ ৪ ছাত্রনেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।