
নিউজ ডেস্ক : গ্র্যাজুয়েশন শেষ করার পর বেকারদের জন্য ভাতা চালুর দাবি ও ব্যাচেলর মেস সংক্রান্ত সমস্যা সমাধানে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ (বিএমও) নামে একটি সংগঠন। শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তৃতায় বিএমও’র মহাসচিব আয়াতুল্লাহ আকতার বলেন, আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি না পেয়ে বেকারত্বের বোঝা নিয়ে সমাজে বসবাস করছে। তারা অন্যের বোঝা হয়ে আছে। যা অত্যন্ত লজ্জার। সরকারের প্রতি অবিলম্বে এসব বেকারদের চাকরি নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছি। চাকরি না হওয়া পর্যন্ত তরুণ-তরুণীদের জন্য বেকার ভাতা চালুর দাবি জানিয়ে তিনি বলেন, এতে তারা সমাজে নূন্যতম সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে।
এসময় তিনি ১১ দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো- ঢাকাসহ সারাদেশে ফ্ল্যাট বাড়িতে ব্যাচেলরদের জন্য রুম বরাদ্দ রাখতে নীতিমালা প্রণয়ন, মেসে পুলিশ পরিদর্শণে গেলে তাদের পরিচয়পত্র নিশ্চিতকরণ, মেস ভাড়া অযৌক্তিকভাবে না বাড়ানো, জঙ্গি দমনে সব নাগরিকের ন্যায় ব্যাচেলরদের সম্পৃক্ত করা, বেকারদের জন্য ভাতা নির্ধারণ করা, সিটি করপোরেশনের মেস সেবার ব্যবস্থা করা, মেসের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মেসের সদস্যদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী মেস মেম্বারদের প্রতি বাড়ির মালিকদের অভিভাবকের ভূমিকা রাখা, অবিবাহিত ছেলে-মেয়েদের সিটি করপোরেশনের অর্থায়নে বিয়ের ব্যবস্থা করা।
এসময় সংগঠনটির পক্ষ থেকে লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটির (ইআইইউ) এক পরিসংখ্যান তুলে ধরা হয়, যেখানে বলা হয়, বাংলাদেশের প্রতি একশ’ স্নাতক (সম্মান) ডিগ্রিধারীর মধ্যে ৪৭ জনই বেকার।অবিলম্বে বেকারত্ব দূর করে সমাজের সবাইকে স্বচ্ছলভাবে বেঁচে থাকার সুযোগ দিতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মানববন্ধনে।