News71.com
 Bangladesh
 10 Mar 17, 08:47 PM
 228           
 0
 10 Mar 17, 08:47 PM

শেরপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

শেরপুরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দূর্ঘটনায় সজল হাজং (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪ দিকে ঝিনাইগাতী-গজনী রোড়ের জামতলী নওকুচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজল জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সন্তোষ হাজংয়ের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে ঝিনাইগাতী-গজনী রোডের জামতলী নওকুচি এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন