
নিউজ ডেস্ক : বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় চারটি স্থলবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার (১০ মার্চ) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে প্রস্তাবিত স্থল বন্দরের সম্ভাব্য জমি পরিদর্শণকালে এ ঘোষণা দেন তিনি।
শাহজাহান খান বলেন, ভারত-মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ঘুমধুম ছাড়াও বান্দরবানের চাকঢালা, রাঙামাটির তেরমুখ এবং খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দর নির্মাণ করা হবে। এতে বাংলাদেশের সঙ্গে ভারত ও মায়ানমারের বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আমাদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। তিনি আরও বলেন, এসব এলাকায় স্থলবন্দর নির্মাণ করা হলে নাইক্ষ্যংছড়িসহ সংশ্লিষ্ট এলাকার কয়েক লাখ মানুষ উপকৃত হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলাউদ্দিন ফকির, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম সারওয়ার কামাল ও বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ। পরে মন্ত্রী স্থানীয় কয়েকটি পথসভায় অংশ নেন।