
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একজন রাজনীতিবিদের জীবনে জনগণের ভালোবাসা পাওয়ার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। নেতাদের খুশি করার জন্য রাজনীতি করার প্রয়োজন নেই। জনগণের খুশি করার এজেন্ডা নিয়ে রাজনীতি করতে হবে।রাজনীতির ক্ষেত্রে জনপ্রিয় ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। সৎ সাহস নিয়ে রাজনীতি করতে হবে।
আজ শুক্রবার বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজ্জাম্মেল হক জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাদকগ্রহণ মানে নিজে শেষ, পরিবার ও ভবিষ্যৎ জীবন শেষ। মাদককে না বলতে হবে। মাদক ও দুর্নীতিকে না বলতে হবে। তিনি বলেন, আমাদের সামনে দু’টি বড় বিপদ। একটি হলো সাম্প্রদায়িক অপশক্তি, অপরটি হলো মাদক। এগুলো প্রতিরোধ করতে হবে।